তৃতীয় দফায় নজরে অভিষেক


 তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ তাঁর এলাকায় ভোট | তৃতীয় পর্বে ৩১ আসনে ভোট হলেও ডায়মন্ড হারবার থেকে বাকি দক্ষিণ ২৪ পরগনায় চলেছে ভোটপর্ব | মোটামুটি শান্তিপূর্ণ | এবারের পর্বে যে কটি আসনে ভোট হচ্ছে তাঁর অধিকাংশ আসনেই লোকসভা ২০১৯ এর নিরিকে এগিয়ে তৃণমূল কংগ্রেস | অভিষেক নিজে প্রতিটি আসনে প্রায় জনসভা বা রোড শো করেছেন, এবং বিপুল জনসমাগম হয়েছিল | কিন্তু ভিড় দিয়ে কি ভোট বিচার করা উচিত ? এলাকার মানুষ বলছে, দিদির থেকেও অনেক জনপ্রিয় অভিষেক এখানে |
প্রচারে ছিল বিজেপিও কিন্তু অমিত শাহ বা অন্য নেতাদের সভায় ভিড় তেমন হয় নি | দখি ২৪ পরগনা চিরকালই তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে | এবারে অবশ্য ব্যাথা অন্য জায়গায় তা আইএসএফ | সিদ্দিকীর একটা ঝাপ্টা কোথাও কাজ করছে | সিপিএম কংগ্রেস জোট কিন্তু কোথাও কোথাও বেশ শক্তিশা

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم