এবার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে আক্রান্ত, মারধোর করে জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূলের দিকেই। রবিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এজেন্টদের প্রশিক্ষণ চলছিল। সেখানে আসেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। অভিযোগ আচমকাই ৫-৭ জন তৃণমূল এজেন্ট আক্রমণ করেন তাঁকে। পরে আরও ১০-১২ জন জড়ো হয়ে যান এবং তাঁকে রাস্তায় ফেলে মারধোর করা হয়েছে বলেই দাবি করেন কল্যাণ চৌবে। তাঁর জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় ৪-৫ জন পুলিশ কর্মী ছিলেন বলেই দাবি করেন কল্যাণ, কিন্তু তাঁরাও তাঁকে উদ্ধার করতে পারেননি। পরে ঘটনার প্রতিবাদে বিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে আসে প্রচুর পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধের ফলে ব্যপক যানজট হয় বিটি রোডে।
إرسال تعليق
Thank You for your important feedback