হাতজোড় করে পরীক্ষা বাতিলের আর্জি কেন্দ্রের কাছে ,জানালেন কেজরিয়াল

দেশে দ্বিতীয়বার করোনার  ঢেউ আছড়ে পড়েছে। ব্যতিক্রম নয় রাজধানী দিল্লি।  দিল্লির পরিস্থিতি আর ও  খারাপের দিকে যাচ্ছে । তাই এবার CBSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছোনোর  জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালেন।  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে  দিল্লিতে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫০০ জন । মৃত ৭২ জন।  এই পরিস্থিতিতে স্কুলগুলিতে পরীক্ষা  নিলে আর ও বিপদের আশঙ্কা হতে পারে ছাত্র-ছাত্রীদের ,মত কেজরিয়ালের। এদিন তিনি এও জানালেন ,ছাত্র -ছত্রীদের জীবন বাঁচাতে দয়া করে পরীক্ষা  পিছিয়ে দেওয়া হোক । সেইমত অফলাইনে পরীক্ষা নেওয়া হোক এমনি আবেদন জানালেন কেন্দ্রের কাছে। সম্প্রতি এই নিয়ে সরব হলেন কংগ্রেসের প্রিয়াঙ্কা ও রাহুল গাঁধী। এবার একই কথা বললেন কেজরিওয়াল। যেভাবে দেশে হু হু করে বাড়ছে করোনা তাতে অফলাইনে পরীক্ষা নেওয়া কতটা নিরাপদ হবে তাই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم