রেল ও স্টেশনে মাস্ক না পরলেই এবার মোটা অঙ্কের জরিমানা

দেশে দ্বিতীয় করোনার স্ট্রেনে বাড়ছে সংক্রমণ। গোটা দেশেই প্রতিনিয়ত সংক্রমণের হার বাড়ছে। অপরদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে রেল পরিষেবা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ফের ট্রেন পরিষেবা চালু রাখা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছিল। এবার সংক্রমণ ঠেকাতে ভারতীয় রেলের কড়া পদক্ষেপ। ট্রেন বা স্টেশন চত্বরে মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক। রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে ভারতীয় রেল জানিয়ে দিল শুধু ট্রেনেই নয় স্টেশন চত্বরে মাস্ক না পড়লে ৫০০ টাকা পর্যন্ত  জরিমানা গুণতে হবে। এছাড়াও যেখানে সেখানে থুতু ফেলা যাবেনা। সেক্ষেত্রেও জরিমানা হবে। শনিবার রেল বোর্ডের সভাপতি সুনীত শর্মা জানিয়েছেন, রেলে সফর করতে গেলে করোনা নেগেটিভ সার্টিফিকেট বহন করার দরকার নেই। 

 

তবে কেন্দ্রীয় সরকার ও  রাজ্য সরকারের যে করোনাবিধি আছে তা মেনে চলতে হবে যাত্রীদের। তাছাড়া রেলযাত্রীদের সতর্ক করতে প্রত্যেকটি স্টেশন চত্বরেও মাস্ক, স্যানিটাইজার, গ্লাভসের স্টল দেওয়া হবে। এইমুহূর্তে রেল ১৪০২টি বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। পরিযায়ী শ্রমিকদের জন্য আরও বাড়তি ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতে আগামী এপ্রিল-মে মাসে অতিরিক্ত সামার স্পেশাল ট্রেন চালানো হবে ভারতীয় রেলের তরফে। এবার করোনা সংক্রমণ ঠাকাতে আরও কড়া সিদ্ধান্ত নিল রেল। স্টেশনে স্টেশনে চলবে নজরদারি, কেউ মাস্ক না পড়লেই জরিমানা ৫০০ টাকা। দৈনিক সংক্রমণের হার যেভাবে বাড়ছে সেদিকে নজর দিতে ভারতীয় রেলের এই সিদ্ধান্ত।




Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم