'প্রতিষেধক নিলেও মাস্ক পড়ুন', কাতর আহ্বান কেজরিওয়ালের

গোটা দেশ করোনা সংক্রমণের জেরে জেরবার। এদিকে দিল্লিতে নতুন করে করোনা সংক্রমণ থাবা বসাচ্ছে। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, তার মতে দিল্লিতে চতুর্থবার সংক্রমণ শুরু হয়েছে।  দিল্লিতে ইতিমধ্যেই নাইট কার্ফু জারি করা হয়েছে। সাধারণ মানুষকে বেশি কর সতর্ক থাকতে হবে। এদিন তিনি এও বললেন, ‘প্রতিষেধক নেওয়া হলেও মাস্ক পড়ুন’। এদিকে দিল্লিতে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৭৩২ জন।  তবে দিল্লিতে এখনই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছেনা। ফলে করোনার এই প্রকোপ রুখতে তৎপর দিল্লি সরকার। সাধারণ মানুষকে বিধিনিষেধ মেনে চলার কথা বললেন কেজরিওয়াল। তিনি আরও বলেন দিল্লিতে নাউট কার্ফু চলবে। এখনই লকডাউন করা হবেনা। তবে সাধারণ মানুষের কাছে তাঁর কাতর আহ্বান, বিধিনিষেধ মেনে চলুন এবং সবসময় মাস্ক পড়ুন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم