দিল্লিতে নাইট কার্ফু


দ্বিতীয় করোনার ঢেউয়ের ধাক্কায় দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে। গভীর উদ্বেগের মধ্যে স্বাস্থ্যমহল। যেভাবে হু হু করে সংক্রমণ বাড়ছে তা ঠেকাতেই এবার দিল্লিতে নাইট কার্ফু হতে চলেছে। এদিকে ভ্যাকসিন আসা সত্ত্বেও কোনও সুরাহা মিলছেনা বলেই দাবি করছেন বিশেষজ্ঞদের একাংশ। রোজই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে মহারাষ্ট্রে সপ্তাহান্তের লকডাউন ঘোষণা করা হয়েছে। মুম্বইতেও প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। একইভাবে দিল্লিতেও করোনার  প্রভাব বাড়তে থাকায় নাইট কার্ফু জারি করার সিদ্ধান্ত নিল দিল্লি প্রশাসন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم