অবশেষে কয়লা পাচার নিয়ে বিজেপির তোলা অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি জোড়া টুইট করে বিজেপির অভিযোগের জবাব দিলেন। একটি টুইটে তিনি স্মরণ করিয়ে দিলেন কয়লা সংক্রান্ত বিষয়ে নজরদারির দায়িত্ব যে কেন্দ্রের। উল্লেখ্য, ভোট আবহে রবিবার মারাত্মক অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর দাবি, কয়লা দুর্নীতিতে ৯০০ কোটি টাকা ‘ভাইপো’র (অভিষেক) পকেটে ঢুকেছে। এই সংক্রান্ত অভিযোগ তুলতে সাংবাদিক সম্মেলন করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী এবং বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। এর ২৪ ঘন্টার মধ্যেই টুইটে জবাব দিলেন অভিষেক। তিনি প্রশ্ন তুললেন, কয়লাখনি রক্ষা করে কেন্দ্রীয় এজেন্সি। যদি বিজেপির মনে করে তৃণমূল নেতারা অবৈধ খনি থেকে টাকা পাচ্ছন,তাহলে যাঁরা জাতীয় সম্পত্তি রক্ষায় ব্যর্থ, তাঁদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না কেন?
Also it is ABSOLUTELY HILARIOUS that according to BJP, Coal Ministry & Home Ministry officials were more keenly following TMC leaders’ orders than listening to their own bosses’ (Read Modi-Shah’s) commands!
— Abhishek Banerjee (@abhishekaitc) April 5, 2021
Whom are you fooling, @BJP4India? (2/2)
অপর একটি টুইটে তিনি লিখলেন, ‘অবাক লাগে বিজেপি নেতাদের কথা শুনে, তাঁদের মতে কেন্দ্রের কয়লা মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা তৃণমূল নেতাদের কথা শুনে চলছে নিজের কর্তাদের কথা শোনার চেয়ে (পড়ুন- মোদী-শাহের )! বিজেপি কাকে বোকা বানাচ্ছে?’ প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু তৃণমূল যুব সভাপতি অভিষেকের বিরুদ্ধে সরব হয়েছেন। বারবারই নিজের ভাষণে অভিষেককে ‘তোলাবাজ ভাইপো’ বলে আক্রমণ করেছেন। এবার তিনি মারাত্মক অভিযোগ তুললেন। তাঁর দাবি, নানা অবৈধ চক্রের মাধ্যমে অভিষেকের মদতে ৯০০ কোটি টাকা ঝুলিতে ভরেছে তৃণমূল। এদিন অভিষেকের পাশাপাশি বিজেপিকে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে বিদায়ী মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বিজেপি নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।
إرسال تعليق
Thank You for your important feedback