বয়স ৮০ পেরিয়েছে অনেকদিন, কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজও নীরোগ। ওপার বাংলা থেকে আসা বসু পরিবারের। এ দেশে এসে পড়াশুনা, গ্রাজুয়েট হওয়া এবং ছাত্র রাজনীতিতে যোগ দেওয়া তাঁর জীবনের স্বাভাবিক ঘটনা বলেই মনে করেন। বিয়ে করে সংসারে প্রবেশ করার সময় পাননি। আত্মীয়স্বজন থাকলেও সিপিএমের সর্বসময়ের কর্মী বিমান। তাঁর বাড়ি নেই, পার্টি অফিসই তাঁর ঠিকানা। এখানেই থাকেন, নিজের ধুতি পাঞ্জাবি নিজেই ধুয়ে নেন, খাওয়া দাওয়া পার্টি অফিস যা রান্না হয় তাই খান, তবে সাল্পাহারি। এক সময়ে প্রচুর সিগারেট খেতেন এখন একদম ছেড়ে দিয়েছেন, চা-ই সঙ্গী। তবে চিরকাল দেহ চর্চা করেছেন এবং কাঁচা হলুদ খাওয়া চাই। আজ এই বয়সেও দলের মিছিলে হাঁটেন সমানতালে। নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ি পোস্টাল ব্যালট পেতেই পারতেন কিন্তু পরিষ্কার জানালেন, লাইন দাঁড়িয়েই ভোট দেব, কোনও অসুবিধা নেই।
إرسال تعليق
Thank You for your important feedback