মদন মিত্রের পর এবার হাসপাতালে ভর্তি সাধন পান্ডে

 


করোনার দ্বিতীয় ঢেউয়ে শুধু খারাপ খবর | হয় আক্রান্ত হয়ে হাসপাতালে নতুবা মৃত্যু, প্রতিদিন প্রতিক্ষনে | চলে গেলেন সিপিএম সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়াচুরির বড়ো ছেলে আশিস ইয়াচুরি | কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন আশিস পরে হাসপাতালে ভর্তি করলে করোনা সংক্রমণ ধরা পরে | বুধবার সকাল  থেকেই অসুস্থতা বাড়ে, বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয় | টুইট করে পুত্রের মৃত্যু সংবাদ জানান সীতারাম নিজেই | বুধবার শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম-এ ভর্তি হন তৃণমূল নেতা মদন মিত্র, পরে তার করোনা ধরা পরে | কিন্তু মস্ত সমস্যা সাধন পান্ডের অসুস্থতা নিয়ে | কয়েক মাস আগে উচ্চ সুগার রুগী সাধনের দুটি কিডনি খারাপ হয়ে গেলে তাঁর কিডনি পরিবর্তিত হয় | এইসব ক্ষেত্রে খুবই সতর্কতা দরকার হয় কিন্তু ভোট প্রচার বড়োই বালাই | অসুস্থ হয়ে পড়েন মানিকতলার সাধনদা | আশঙ্কা করা হচ্ছে তার করোনা। তবে এখন ও স্পষ্টত নয় | তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয় |    






Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم