শুক্রবার আগামী ভোট নিয়ে সর্বদল বৈঠক করেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানে বিভিন্ন দল বিভিন্ন মতামত দেয় এবং সহযোগিতা কামনা করেন। তৃণমূলের বক্তব্য ছিল সব ভোট একদিনেই করা হোক কিন্তু প্রচারের বিষয়ে মন্তব্য করে না।
বিজেপি ভোটের দিনেই ভোট হোক জানায় এবং জনসভা বা রোড শোতে তাদের দল সতর্কতা অবলম্বন করবে জানায় | বামেরা জানায় তারা কোনও জনসভা করবে না | শেষ পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী জানা যায়, নির্বাচন ঘোষিত দিনেই হবে কিন্তু ৭২ ঘন্টা আগে প্রচার বন্ধ করতে হবে | একই সাথে জানানো হয়, সন্ধ্যা ৭ টা থেকে পরদিন সকল ১০ তা অবধি কোনও প্রচার চলবে না | এ নিয়ে আর কোনও বিতর্ক না হলেও চলচিত্র অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় টুইট করে এই ঘোষণার চূড়ান্ত সমালোচনা করেন | তিনি লেখেন কাকে বোকা বানানো হচ্ছে ? সন্ধ্যা থেকে সকল ১০ তা অবধি কে প্রচার করে? তাঁর এই মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
Which rallies and public meetings are happening from 7pm - 10am ??
— Swastika Mukherjee (@swastika24) April 16, 2021
Manush ke boka bananor ekta limit thakey. https://t.co/kcVm4JH6Aw
إرسال تعليق
Thank You for your important feedback