শনিবার ফের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | আজ দুটি জায়গায় ভাষণ দেবেন তিনি | মোদি ঘনিষ্ঠ উচ্চশিক্ষিত তথা বিজেপির বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্তের সমর্থনে তিনি তারকেশ্বর কেন্দ্রে যাবেন এবং প্রচারের আগে তাঁর তারকেশ্বর মন্দিরে যাওয়ার কথা | চৈত্র মাস, এই সময়ে লোকগাথা এটি শিবের মাস, একটা সময়ে চৈত্র মাসে লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর মুখী হতো কিন্তু দিন পাল্টেছে ভক্তি এখন এলাকা ভিত্তিক | তারই মাঝে মন্দিরে গিয়ে মোদি ধর্মীয় বার্তা দিতে চাইছেন | এই তারকেশ্বর কেন্দ্রে প্রচুর সংখ্যালঘু ভোট আছে এবং বিগত লোকসভাতে আরামবাগ কেন্দ্রে জয় পেয়েছিলো তৃণমূল এবং লোকসভার অধীনে থাকা তারকেশ্বরেও বড় ব্যবধানে এগিয়েছিল তৃণমূল | বিজেপি এই চ্যালেঞ্জটাই নিয়েছে | বাংলার মানুষ হলেও স্বপনবাবু দিল্লির রাজনীতি আছেন | দলের অনুরোধে রাজ্যসভার মনোনীত সদস্যপদ ত্যাগ করে বিধানসভার চ্যালেঞ্জ নিয়েছেন | কাজ কঠিন হলেও স্বপনবাবুর ভরসা মোদির উপর |
إرسال تعليق
Thank You for your important feedback