আক্রান্ত মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা

বুধবার বিকেলে কোচবিহারে দিলীপ ঘোষের কনভয়ে হামলা ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। ঠিক একই দিনে এবং একই সময়ে আক্রান্ত হলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম কেন্দ্রের তৃণমূলপ্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা। অভিযোগ, তাঁর গাড়িতে হামলা চালান হয়েছে। ঘটনাটি ঘটেছে উস্তি থানা এলাকায়। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে ডায়মন্ড হারবার রোডের রাজারহাট মোড়ের কাছে ভাঙচুর করা হয় গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। ঘটনার সময় তিনি গাড়িতেই ছিলেন। ফলে গুরুতর জখম হন তিনি। আহত অবস্থায় তাঁকে স্থানীয় এক নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তাঁর সঙ্গে থাকা কয়েকজন তৃণমূল কর্মীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। 


হামলার অভিযোগের তির বিজেপির দিকেই। ঘটনার খবর জানাজানি হতেই এলাকা উত্তাল হয়ে ওঠে। তৃণমূল কর্মী সমর্থকরা ১১৭ নম্বর জাতীয় সড়কের শিরাকল মোড়ের কাছে রাস্তা অবরোধ করেন। এমনকি একটি  বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। যদিও বিজেপির দাবি এই ঘটনার সঙ্গে তাঁদের কেউ জড়িত নেই, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তবে এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم