প্রথমে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন যে তাঁর দেশে সম্পূর্ণ টিকাকরণ হওয়ার পর ভারতকে করোনা ভ্যাকসিনের কাঁচামাল দিতে পারবে না | এই কথা সুবিদিত যে বাইডেনের দলের সঙ্গে মোদির সখ্যতা খুবই শীতল বরং ট্রাম্পের সাথে সম্পর্ক বেশ ভালো ছিল | নতুন প্রেসিডেন্টের এই অসহযোগিতার কারণে প্রচুর সমালোচনা হয় ভারতে এবং অনান্য দেশ থেকেও নেতিবাচক বার্তা আসে বাইডেনের কাছে | রবিবারই নিজের অবস্থান বদল করলেন তিনি | জানিয়েছেন ভারত আমাদের বন্ধু, একসময় তাঁরা আমাদের প্রচুর সাহায্য করেছে কাজেই ভারতকে করোনা ভাইরাসের কাঁচামাল দেওয়া হচ্ছে | কবে নাগাদ এই প্রোডাক্ট আসবে জানা যায়নি |
إرسال تعليق
Thank You for your important feedback