দেশে দৈনিক আক্রান্ত ১লাখ ৩২ হাজার, চিন্তা বাড়াচ্ছে করোনা



দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে বেড়ে দাঁড়িয়েছে ১লাখ ৩২ হাজার। গত ২৪ ঘন্টায় মৃত্যু হল ৭৮০ জনের। দেশে সক্রিয় রোগীর আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৯ হাজার। এদিকে আকারন্তের নিরিখে মহারাষ্ট্র একেবারে নিরিখে। সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ২৮৬ জন. মহারাষ্ট্রের পাশাপাশি বেড়ে চলেছে তামিলনাড়ু, পাঞ্জাব, কেরালা, তেলঙ্গানা , অন্ধপ্রদেশে ও বাড়ছে সক্রমণ। সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যজ্ঞ, নাইট কার্ফু জারি থাকে দেশে। এতে জমায়েত অনেখনি কম হবে. ইতিমধ্যে মধ্যপ্রদেশ, ছত্তীসগর,দিল্লি, মহারাষ্ট্রের লকডাউন করা হয়েছে। অন্যদিকে ভ্যাকসিনের বিষয়টিও মাথায় রাখতে হবে জানালেন। সংক্রমণ রুখতে ভ্যাকসিন সকলকেই দিতে হবে. দ্বিতীয়বারের জন্য করোনায় চিন্তিত গোটা দেশ. 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم