করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন নরেন্দ্র মোদি

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।প্রথম ডোজ নেওয়ার পর বৃহস্পতিবার দিল্লির এমসে গিয়ে দ্বিতীয় ডোজ নিলেন। যদিও টিকাকরণ শুরুতে গত ১ মার্চ তিনি প্রথম ডোজটি নিয়েছিলেন। দ্বিতীয় ডোজ দেওয়ার সেই ছবি ও ইতিমধ্যে টুইটে পোস্ট করলেন। এর পাশাপাশি নরেন্দ্র মোদি সাধারণ মানুষের উদ্দেশে টুইটে এক বার্তা দিলেন।যারা টিকার  যোগ্য তাদরকে খুব দ্রুত টিকা নেওয়ার অনুরোধ জানালেন। মোদি টুইটে জানান, 'দিল্লির এমসে আজ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলাম। আপনারাও যারা টিকা নেওয়ার যোগ্য তাড়া ও দ্রুত টিকা দিন'।  এর আগে প্রথম ডোজ নেয়ার সময় তিনি মুখে মাস্ক ছাড়া ডোজ নেওয়ায় নানা  বিতর্ক উঠেছিল। কিন্তু আজ নিজেই দ্বিতীয় ডোজ নেওয়ার সময় মুখে মাস্ক পরেই ছিলেন। এদিকে দেশে যেভাবে করোনা বেড়েই চলেছে তার মোকাবিলা করতেই টিকা আবশ্যক।  সেইমতো নরেন্দ্র মোদিও জানালেন,করোনার  সাথে মোকাবিলা করতেই টিকা নিতে হবে সকলকে।  সেমতোই আজ দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী।

 

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم