দেশে বাড়ছে করোনা সংক্রমণ। দ্বিতীয় ওয়েভে ভয়াবহ আকার ধারণ করেছে। বেশ কিছু রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরী হয়েছে। রাজস্থানে ১৯ এপ্রিল সোমবার ভোর ৫ টা থেকে ৩ মে ভোর ৫ টা পর্যন্ত আগামী ১৫ দিনের লকডাউন জারি করা হল. দিনে দিনে বাড়ছে সংক্রমণ। রাজস্থানেও একইভাবে বাড়ছে করোনা। লকডাউনে সমস্ত অফিস ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ থাকবে।
এদিন রাজস্থানের স্বরাষ্ট্রসচিব অভয় কুমার নির্দেশিকায় জানিয়েছেন,জরুরি পরিষেবায় যুক্ত অফিস ও দোকানপাট খোলা থাকবে। এছাড়া সকাল ৭ টা পর্যন্ত সবজি ও ফল বাজারে বিক্রি করা যাবে। সকাল ৮ টা পর্যন্ত বিক্রি করা যাবে খবরের কাগজ। এছাড়া রাট ৮ তা পর্যন্ত খাবার ডেলিভারি করা যাবে। বন্ধ সিনেমা হল,শপিং মল,রেস্তোরা সমস্ত বন্ধথাকবে। রাজস্থানেও বাড়ছে সংক্রমণ। ভযঙ্কর আকার ধারন করেছে। তাই এবার লকডাউনের পথে রাজস্থান।
إرسال تعليق
Thank You for your important feedback