সোমবার থেকে ১৫ দিনের লকডাউন রাজস্থানে


 দেশে বাড়ছে করোনা সংক্রমণ। দ্বিতীয় ওয়েভে ভয়াবহ আকার ধারণ করেছে। বেশ কিছু রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরী হয়েছে। রাজস্থানে ১৯ এপ্রিল সোমবার  ভোর  ৫ টা থেকে ৩ মে ভোর ৫ টা পর্যন্ত আগামী ১৫ দিনের লকডাউন জারি করা হল. দিনে দিনে বাড়ছে সংক্রমণ। রাজস্থানেও একইভাবে বাড়ছে করোনা। লকডাউনে সমস্ত অফিস ও দোকানপাট সম্পূর্ণ বন্ধ থাকবে।


এদিন রাজস্থানের স্বরাষ্ট্রসচিব অভয় কুমার নির্দেশিকায় জানিয়েছেন,জরুরি পরিষেবায় যুক্ত অফিস ও দোকানপাট খোলা থাকবে। এছাড়া সকাল ৭ টা  পর্যন্ত সবজি ও ফল বাজারে বিক্রি করা যাবে। সকাল ৮ টা পর্যন্ত বিক্রি করা যাবে খবরের কাগজ। এছাড়া রাট ৮ তা পর্যন্ত  খাবার ডেলিভারি  করা যাবে। বন্ধ সিনেমা  হল,শপিং মল,রেস্তোরা সমস্ত বন্ধথাকবে। রাজস্থানেও বাড়ছে সংক্রমণ। ভযঙ্কর  আকার  ধারন  করেছে। তাই এবার লকডাউনের পথে রাজস্থান। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم