ভোটের আগেই তপনের তৃণমূল প্রার্থী করোনায় আক্রান্ত

 

সপ্তম দফায় অর্থাৎ আগামী ২৬ এপ্রিল ভোট দক্ষিণ দিনাজপুরের তপনে। তার আগেই তপনের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু করোনায় আক্রান্ত হলেন। তাঁকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁর সংস্পর্ষে আসা সকলকেই করোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি তাঁর আশেপাশে থাকা সকলকেই কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বালুরঘাটের তৃণমূল সাংসদ এমন তথ্যই দিয়েছেন। তিনি আরও জানান, তপনের প্রার্থীকে নিয়ে এখনই কোনও প্রচার কর্মসূচি রাখা হচ্ছে না। ফলে প্রার্থীকে ছাড়াই প্রচারের জন্য অন্য কৌশল খুঁজতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২৬ এপ্রিল ভোট, তার আগেই খোদ প্রার্থী করোনায় আক্রান্ত হওয়ায় কপালে চিন্তায় ভাঁজ পড়েছে শাসকদলের। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে তপনে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ জন। এখানেও করোনা থাবা বসাচ্ছে ধীরে ধীরে। ফলে ভোটের মুখে এটা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم