রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তৃতীয় দফায় প্রচার পর্ব শেষ। মঙ্গলবারই ভোট তৃতীয় দফায়। এরমধ্যেই রাজ্যে ফের মাথা চাড়া দিয়ে উঠল করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে, সেই সঙ্গে কমছে সুস্থতার হার। ফলে বাংলায় রোজই বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। রবিবারই প্রায় ২০০০ ছুঁয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এর জেরে এই রাজ্যে ফের অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১০ হাজার পেরিয়ে গেল। গত সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। দেশজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। এই অবস্থায় আবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট চলছে। ফলে রোজই জনসভা, পথসভা, মিছিল করে চলেছে ভোট প্রচার। সমস্ত রাজনৈতিক দলের প্রচারেই অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। ফলে আচমকাই বাড়ছে করোনা সংক্রমণ। তবে শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মাত্র ২৬ হাজার ৭৬৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এটা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
রবিবারই পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৫৭ জন। এরমধ্যে কলকাতায় ৬৩৫ জন এবং উত্তর ২৪ পরগনা জেলায় ৪৬২ জন করোনার কবলে পড়েছেন। প্রথম থেকেই এই দুই জেলার করোনা সংক্রমণ স্বাস্থ্য কর্তাদের মাথা ব্যথার কারণ, তবুও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। পাশাপাশি ফের চিন্তা বাড়াচ্ছে হাওড়া, রবিবারই এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৯৩ হাজার ৬১৫ জন। বর্তমানে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ১০ হাজার ১৫৩ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪ জন করোনা আক্রান্তের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,৩৪৪ জনে। অপরদিকে দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রাজ্যে সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৬.৫৫ শতাংশে। সবমিলিয়ে চিন্তায় রাজ্য প্রশাসন।
إرسال تعليق
Thank You for your important feedback