দেশে করোনা সংক্রমণ বাড়তেই এবার মধ্যপ্রদেশ লকডাউনের পথেই হাঁটল। তবে পূর্ণাঙ্গ লকডাউনে না গিয়ে আংশিক লকডাউনের সিদ্ধান্তই নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। শনিবার সন্ধ্যে ৬টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। এই রাজ্যের ইনদৌর ও ভোপালে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবনাথ সিং চৌহান জানিয়েছেন, একটি কমিটি গঠন করা হয়েছে। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখা হবে। মধ্যপ্রদেশ সংলগ্ন বড় শহরগুলিতে কন্টেইনমেন্ট জোন করা হয়েছে। প্রয়োজনে এর সংখ্যা বাড়তে পারে। ইনদৌরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪,৮৯৫ জন। ভোপালেও মোট আক্রান্তের সংখা বেড়ে ৫৫ হাজার ২৫৫ জনে। দেশে করোনা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইতিহাসে রেকর্ড গড়ছে এই সংক্রমণ। এই পরিস্থিতিতে মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাবের পর এবার আংশিক লকডাউন মধ্যপ্রদেশেও।
إرسال تعليق
Thank You for your important feedback