ফের লেনিন সরণিতে বিধ্বংসী অগ্নিকান্ড




 

 ফের শহরে বিধ্বংসী অগ্নিকান্ড। শুক্রবার ব্যস্ততম দিনে লেনিন সরণীর পাশের একটি পাখার গুদামে আগুন লাগে। বেলা বারোটার সময় ঘটনাটি ঘটে. এরপর ঘটনা স্থলে দমকলের ৯ টি ইঞ্জিণ আসে। ইতিমধ্যে দ্রুতগতিতে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। যদিও খবর পাওয়া যায় আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মীর মৃত্যু হয়.যদিও এই পাখার গুদাম টি ঘিঞ্জি জায়গায় থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । ইতিমধ্যে ওই বাড়িটি খালি করা হয়েছে।গুদামের পশে একটি অফিস ছিল। বন্ধ থাকায় কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। একের পর এক শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। যদিও এই পাখার গুদামে ঠিক কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্টত নয়। ফের লেনিন সরণিতে বিধ্বংসী অগ্নিকান্ড


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم