করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে প্রায় সারা বিশ্বেই। প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার করোনা সংক্রমণ ভয়ঙ্কর রূপ নিল বাংলাদেশে। তাই আগে থেকে সাবধানতা অবলম্বনের জন্য আগামী একসপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করল বাংলাদেশ সরকার। সোমবার থেকে লকডাউন চলবে গোটা দেশেই। যদিও দেশের অর্থনীতি সচল রাখতে কল-কারখানাগুলি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বেশিরভাগ কারখানাই চালু থাকবে রোটেশন পদ্ধতিতে। বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস, আদালত, সরকারি অফিস সবই বন্ধ রাখা হবে এক সপ্তাহ। গত ২৪ ঘণ্টার হিসেবের নিরিখে শুক্রবার বাংলাদেশে ৫০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। অতিমারির প্রকোপে যখন জর্জরিত গোটা বিশ্ব, সেই সময় গত বছর ৫ জুলাই বাংলাদেশে সর্বোচ্চ ৭ দিনের সংক্রমণের হার ছিল ৪৪.৮৬ শতাংশ। শনিবার ঢাকার বাসভবনে বৈঠকের পর বাংলাদেশে সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে পড়শি দেশ ভারতের অবস্থাও ভালো নয়। ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ।
إرسال تعليق
Thank You for your important feedback