বিস্ফোরণে আচমকাই কেঁপে উঠলো পূর্ব বর্ধমানের গলসি ১ নং ব্লকের আটাপাড়া গ্রাম। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে। এরপরই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে। সোমবার সকাল থেকেই এলাকা থমথমে। বোমা বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই গলসি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রতক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরই বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে সর্বত্র। সেখান থেকে বাড়ির মালিক শেখ ফটিককে গ্রেফতার করে পুলিশ। গ্রামবাসীদের দাবি, ফটিকের বাড়ির উঠোনেই এই বোমা ফাটে। অনুমান বোমাটি উনুনের পশে সেঁকতে গিয়েই এই ঘটনা ঘটেছে। একেই ২২ এপ্রিল এই গলসিতে নির্বাচন।তার আগেই এই বোমা বিস্ফোরণের ঘটনা। গত বিধানসভায় গলসিতে তৃণমূল জিতেছিল। কিন্তু লোকসভা নির্বাচনে সেখান থেকে বিজেপির লিড বেশি। ফলে এবারের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বদল করেছে। অলোক মাজিকে সরিয়ে নেপাল ঘোড়ুইকে প্রার্থী করেছে তৃণমূল। আবার বিজেপির দিক থেকেও প্রার্থী বদল করা হয়েছে। এরমধ্যেই বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত এলাকা। তবে বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
إرسال تعليق
Thank You for your important feedback