চলছে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। এরমধ্যেই স্বল্প সঞ্চয়ে সুদের হার কমানোর বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার। যা নিয়ে শোড়গোল পড়ে যায় দেশজুড়ে। বিরোধীরা তীব্র আক্রমণ করে কেন্দ্রের বিজেপি সরকারকে। ২৪ ঘন্টা কাটার আগেই ঢোক গিলল কেন্দ্র। তড়িঘড়ি সিদ্ধান্ত বদলের কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। বৃহস্পতিবার সকালে তিনি টুইটে জানালেন, এখনই কোনওরকম সুদের হার কমছেনা। টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লিখেছেন, ‘২০২০-২১ সালের শেষ ত্রৈমাসিকে যে হারে কেন্দ্রীয় সরকারের স্বল্প সঞ্চয়ের প্রকল্পে সুদ মিলত, সেই হার বজায় থাকবে। অর্থাৎ ২০২১ সালের মার্চ যে হারে সুদ মিলত, সেই হারের সুদ মিলবে। যে ভুলবশত নির্দেশ জারি করা হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হবে’। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এরকম ‘ভুল’ হল কীভাবে? রাজনৈতিক মহলের অভিমত, পশ্চিমবঙ্গ, অসম-সহ পাঁচ রাজ্যে ভোটের মুখে স্বল্প সঞ্চয়ে সুদের হার একধাক্কায় অনেকটা কমানোর ফলে আমজনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তার প্রভাব ভোটব্যাঙ্কেও পড়ত। তাই তড়িঘড়ি সুদ কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কেন্দ্র।
Interest rates of small savings schemes of GoI shall continue to be at the rates which existed in the last quarter of 2020-2021, ie, rates that prevailed as of March 2021.
— Nirmala Sitharaman (@nsitharaman) April 1, 2021
Orders issued by oversight shall be withdrawn. @FinMinIndia @PIB_India
إرسال تعليق
Thank You for your important feedback