দিল্লিতে ধৃত তৃণমূল নেতা বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে এদিন ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করাল সিবিআই। সম্প্রতি তাঁকে দিল্লির বসন্ত বিহার থেকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তারপর থেকে তিহার জেলেই ছিলেন বিকাশ। শুক্রবার তাঁকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসে ইডি-র গোয়েন্দারা। সূত্রের খবর, বিকাশ মিশ্রকে কয়লা এবং গরু পাচারকাণ্ডে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। এই দুটি পাচার কাণ্ডের তদন্ত একযোগেই করছে সিবিআই এবং ইডি।
কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। যদিও সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় তাঁকে এখনও গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অপরদিকে লালার সহযোগী ব্যবসায়ী তথা তৃণমূল যুব নেতা বিকাশ মিশ্রকেও গ্রেফতার করতে পারেনি সিবিআই বা ইডি-র গোয়েন্দারা। কারণ এখনও পর্যন্ত বিকাশ মিশ্র ফেরার। তাঁর হদিশ পেতেই নিজেদের হেফাজতে নিয়েই বিনয়কে জেরা করতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, লালাকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হতে পারছেন না কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। কিন্তু লালা সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন, আর তার মেয়াদও বারবার বাড়িয়ে নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না।
إرسال تعليق
Thank You for your important feedback