করোনায় দেশে সাড়ে তিন হাজার ছাড়াল দৈনিক মৃত্যু

 


কোভিডের রক্তচক্ষু গোটা দেশেই । দিনে দিনে বেড়েই চলেছে মৃত্যু। ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। করোনা অতিমারিতে এই মৃত্যু সংখ্যা ভারতে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। প্রথমবার সাড়ে তিনহাজার পেরিয়ে গেল দৈনিক মৃত্যু । আক্রান্তের সংখ্যাও সমানতালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। ইতিমধ্যেই ৩০ লাখ পেরিয়ে গিয়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। 

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ উত্তাল। দিনে দিনে ভাঙছে মৃত্যু ও সংক্রমণের রেকর্ড। রীতিমত আতঙ্কের পরিবেশ। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না মৃত্যুতে । করোনা আক্রান্তকে পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি । প্রতিদিনই অনেক রোগী মারা যাচ্ছেন শুধুমাত্র অক্সিজেনের অভাবে । কোভিড ঠেকাতে চিকিৎসকদের দাওয়াই, যে কোনও উপায়ে করোনার শৃঙ্খল ভাঙা । অন্যথায় দেশের স্বাস্থ্য পরিকাঠামোই ভেঙে পড়বে । রোধ করা যাবে না মৃত্যু । গত বছর থেকে এখনও পর্যন্ত কোভিডের বলি হয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم