কোভিডের দ্বিতীয় ঢেউয়ে উত্তাল গোটা দেশে । দিনে দিনে ভাঙছে মৃত্যু ও সংক্রমণের রেকর্ড । ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছাপিয়ে গিয়েছে অতীতকে । রীতিমত আতঙ্কের পরিবেশ । একদিনে ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের । এখনও পর্যন্ত যা সর্বোচ্চ । মোট মৃত্যু সংখ্যা ইতিমধ্যেই দু লাখ পেরিয়ে গিয়েছে । কিছুতেই লাগাম টানা যাচ্ছে না মৃত্যুতে ।
লাফিয়ে লাফিয়ে দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন । সুস্থতার হার তূলনামূলক বেশ কম । একদিনে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ১৬২ জন । বিপুল পরিমাণে সক্রিয় রোগীর সংখ্যায় উদ্বিগ্ন কেন্দ্র । স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে, দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন । এইরকম পরিস্থিতিতে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । করোনা আক্রান্তকে পরিষেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলি । প্রতিদিনই অনেক রোগী মারা যাচ্ছেন শুধুমাত্র অক্সিজেনের অভাবে ।
কোভিড থেকে মুক্তির উপায় খুঁজছেন চিকিৎসকরা । তাঁদের দাওয়াই, যে কোনও উপায়ে করোনার শৃঙ্খল ভাঙা । অন্যথায় দেশের স্বাস্থ্য পরিকাঠামোই ভেঙে পড়বে । রোধ করা যাবে না মৃত্যু । বিশেষজ্ঞদের মতে, কুম্ভ মেলার পর পরই বেড়ে চলেছে করোনা সংক্রমণ । মে মাসের পর মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে সংক্রমণ কমার সম্ভাবনা শুনিয়েছেন তাঁরা ।
ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলছে টিকাকরণ । পয়লা মে থেকে ১৮ বছরের উর্দ্ধে সকলকে টিকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । আশায় বুক বাঁধছে আমজনতা ।
إرسال تعليق
Thank You for your important feedback