কেন্দ্রের বড় ঘোষণায় সস্তা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার

দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিতেই শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডারের আকাল। এবার অক্সিজেনের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, অক্সিজেন তৈরির উপকরণ ও সরবরাহের সরঞ্জামের আমদানিতে শুল্ক ও স্বাস্থ্য সেস মকুব করা হবে। আগামী তিন মাসের জন্য এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি কোভিড ভ্যাকসিন উৎপাদনের সরঞ্জামের আমদানিতেও শুল্ক মকুবের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, দেশজোড়া অক্সিজেন সঙ্কট মেটাতে বিভিন্ন উপায় খুঁজে বার করতে দফায় দফায় আলোচনা চালায় কেন্দ্রীয় সরকার। 

 

সঙ্কট মেটাতে বিদেশ থেকে অক্সিজেন তৈরির যন্ত্রপাতি আমদানির প্রস্তাব আসে। কিন্তু এক্ষেত্রে কাঁটা হয়ে দাঁড়ায় আমদানি শুল্ক। এবার অক্সিজেন সরবরাহ অবাধ রাখতে সেই শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে আমদানি শুল্ক যোগ হলে এই সংকটকালে বাড়তি বোঝা বইতে হতো আম আদামিকে। তাই আগেভাগেই শুল্ক প্রত্যাহার করা হল। অপরদিকে করোনার টিকা বন্টনেও সমস্যায় পড়তে হচ্ছে কেন্দ্রকে। বিপুল পরিমান টিকার যোগান দিতে হিমশিম খাচ্ছে উৎপাদনকারী সংস্থাগুলি। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে করোনার টিকা আমদানি করতে চলেছে কেন্দ্র। ফলে টিকার ওপর থেকেও আমদানি শুল্ক প্রত্যাহার করা হল।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم