করোনার গ্রাসে এমনিতেই জর্জরিত মহারাষ্ট্র। এরমধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মহারাষ্ট্রের বিবার এলাকায় বিজয় বল্লভ হাসপাতালে ভয়াবহ আগুন লাগল, আর তাতেই পুড়ে মৃত্যু হল অন্তত ১৩ জন করোনা রোগীর। বিবার মুম্বই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে। শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগে বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে। আগুন লাগার পর হুড়োহুড়ি লেগে যায় রোগী এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে অনেকেই বাইরে চলে আসেন, কিন্তু ভিতরে আটকে যান মুমুর্ষ করোনা রোগীরা। তাঁরা সকলেই ICU ইউনিটে ভর্তি ছিলেন। ফলে তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই হাসপাতালে ৯০ জন ভর্তি ছিলেন। ICU থেকে ২১ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্র সরকার।
Maharashtra | 13 people have died after a fire broke out in the Intensive Care Unit (ICU) around 3am today. 21 patients including those in critical condition have been shifted to another hospital: Dr. Dilip Shah, official, Vijay Vallabh COVID care hospital, Virar pic.twitter.com/0GNUlHlgt4
— ANI (@ANI) April 23, 2021
إرسال تعليق
Thank You for your important feedback