লকডাউন দিল্লিতে, ঘরে ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকরা

গোটা দিল্লি জুড়েই একটা ভয়ের পরিবেশ। ভিন রাজ্যের বাসিন্দা এবং পরিযায়ী শ্রমিকরা রয়েছেন সবচেয়ে আতঙ্কে। ইতিমধ্যেই দিল্লি ছাড়ার জন্য হুড়োহুড়ি শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। মাত্র এক বছর আগেই করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হয়েছিল গোটা দেশে। এক বছরের মাথায় ফের লকডাউন দিল্লিতে। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছিল, তাই লকডাউনের সিদ্ধান্ত বলেই জানিয়েছে দিল্লির আপ সরকার। ফলে লকডাউনের স্মৃতি ফের উস্কে দিয়েছে এই সিদ্ধান্ত। আর তাতেই আতঙ্কিত পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন। গত বছরের স্মৃতির পুনরাবৃত্তি কেউ চাইছেন না। কারণ সেবার অনেকেই দিল্লিতে আটকে পরেন, এবং অধৈর্য হয়ে শেষমেশ বাড়ির পথে হাঁটা লাগিয়েছিলেন। যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশই। 

সোমবার থেকেই দিল্লির বাস ও রেল স্টেশনে ভিড় উপচে পড়ে। রীতিমতো লোটাকম্বল নিয়েই হাজির হয়ে যান অনেকে। কেউ উত্তরপ্রদেশ, কেউ বিহার কেউ আবার ঝাড়খণ্ড বা বাংলায় ফিরবেন। দিল্লির আনন্দ বিহার বাস স্ট্যান্ড এবং রেল স্টেশনের থিকথিকে ভিড় আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। একই চিত্র নয়া দিল্লির আইএসবিটি বাস স্ট্যান্ডেও। পরিযায়ী শ্রমিকদের কথায়, গত বছর লকডাউনে আটকে পরে সমস্ত জমানো টাকা খরচ করতে হয়েছিল। কোনও দিন একবেলার খাবার যোগার করতে পেরেছিলাম, আবার কোনওদিন দুবেলার। এবার আর ভুল করতে নারাজ পরিযায়ীরা। তাই বাস, ট্রেন যে যা পারছেন ফিরছেন নিজভূমে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم