দেশে লাগামহীন করোনা সংক্রমণ। যা নিয়ে চিন্তায় প্রশাসনের কর্তা থেকে শুরু করে চিকিৎসক মহল। দিন দিন যে হারে বাড়ছে সংক্রমণ, তাতে রাতের ঘুম উড়েছে সকলেরই। তবুও সচেতন নয় সাধারণ মানুষ। দেশে ক্রমাগত সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে চলায় মৃতের সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১,৭৬১ জন করোনা রোগীর। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। বিগত পাঁচদিনে দৈনিক সংক্রমণ ২ লাখ ছাপিয়ে যাচ্ছে, শেষ তিনদিনে তো আড়াই লাখ ছাড়িয়ে তিন লাখের ছুঁইছুঁই। ফলে শেষ পাঁচদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন, সেখানে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বা করোনা মুক্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৬১ জন। বোঝাই যাচ্ছে সংক্রমণের হার কার্যত দ্বিগুণ।
বিশেষজ্ঞদের দাবি, দেশে করোনার নয়া স্ট্রেন আরও সংক্রমক এবং শক্তিশালী। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জন। পাশাপাশি গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১,৭৬১ জন করোনা রোগী। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫৩০ জন। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৩৫১ জন, দিল্লিতে ২৪০ জন। কর্নাটক ও উত্তরপ্রদেশেও দৈনিক মৃতের সংখ্যা ১০০-র বেশি। পশ্চিমবঙ্গেও মারা গিয়েছেন ৩৮ জন। দৈনিক মৃত্যুর হার এই পর্যায়ে চলে যাওয়ায় হাসপাতাল মর্গে, শ্মশানে বা কবরস্থানে দেহের সারি পড়ে থাকছে। বিভিন্ন সময় ভাইরাল হচ্ছে সেই দৃশ্য। সব মিলিয়ে দেশে যে পরিস্থিতির তৈরি হয়েছে, তা দেখা যায়নি করোনার প্রথম পর্বেও।
إرسال تعليق
Thank You for your important feedback