একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা রাজ্য সরকার। দেশজুড়ে বেড়ে চলা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের জন্য বাতিল করা হচ্ছে একাদশ শ্রেণির পরীক্ষা। সরাসরি দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে পড়ুয়াদের। উচ্চ মাধ্যমিত শিক্ষা সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়েছে খবর। বর্তমান করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে সংসদ। নিজের স্কুলেরই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বেলা ১২টা থেকে দুপুর ৩.১৫টে পর্যন্ত পরীক্ষা হবে। প্রসঙ্গত, চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ১৫ জুন থেকে। লিখিত পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত। ৮ লাখেরও বেশি পরীক্ষার্থীর এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা। বর্তমান করোনা আবহে সম্প্রতি দশম শ্রেণির পরীক্ষা বাতিল করেছে CBSE। পিছিয়ে দিয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষাও। তখনই মনে করা হয়েছিল এই রাজ্যেও উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের ক্ষেত্রে এরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের স্কুলগুলিতে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। এবার একাদশ শ্রেণীর বার্ষীক পরীক্ষা বাতিল করা হল।
إرسال تعليق
Thank You for your important feedback