ভোটের আবহে পশ্চিমবঙ্গে ৪৮ ঘন্টায় দ্বিগুণ হল করোনা সংক্রমিতের সংখ্যা

রাজ্যে বিধানসভা ভোটের উত্তাপ যতই বাড়ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ, সক্রিয় করোনা রোগীর সংখ্যা নিঃশব্দে কয়েকগুণ বেড়েছে বিগত কয়েকদিনে। যা কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে স্বাস্থ্যকর্তা থেকে শুরু করে চিকিৎসক মহলের। রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা করোনা বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৭০০ জন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৬৯২, ফলে চিন্তা বাড়ছে নতুন করে। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ করোনা আক্রান্তের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,৩৩৫ জন।


রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা করোনা বুলেটিন অনুযায়ী গত বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৮২ জন, বৃহস্পতিবার সেটা বেড়ে দাঁড়ায় ১২৭৪-এ। আর শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা একলাফে পৌঁছে যায় ১৭৩৩ জনে। অর্থাৎ ৪৮ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে বঙ্গে। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৮ হাজার ১৮৯ জন। এরমধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা একটু কমে হয়েছে ৬,৫১৩ জন। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৭,৬৯২ জন। আক্রান্তের নিরীখে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা একে অপরকে টেক্কা দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। অপরদিকে  উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩৩১ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৫৩ লাখ ৮৫ হাজার মানুষ। যদিও নতুন করে করোনা আক্রান্তের রেট বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ বাড়ছে স্বাস্থ্যকর্তাদের। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখনই সচেতন না হলে পরবর্তী সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم