ভোট ক্লান্ত মানুষের নজরে এখন করোনা

সেই মার্চে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ভোট, প্রচার শুরু হয়েছে আরও আগে। এখন পাড়ায় প্রচার অথবা টিভিতে ভোটের ছবি, তর্কবিতর্ক, 'দিদি' ধ্বনি কিংবা 'খেলা হবে' শুনতে বাঙালিরা ভালোবাসে না, এমন মোটেই নয়। পশ্চিমবঙ্গের মানুষের রোজনামচার মধ্যে রাজনীতি অবশ্যাম্ভাবী। কিন্তু এক গতে বাঁধা রাজনৈতিক চাপানউত্তর আর বোধ হয় মানুষকে টানছে না। অথচ সারা ভারতের নজরে এখন বাংলা, এতো রঙিন রাজনীতি আগে কেউ দেখেননি। ফলে ভোটের ফল দেখার আগ্রহ সকলেরই আছে। পাশাপাশি দেশজুড়ে করোনা সংক্রমণ ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রেকর্ডে ব্রাজিলকেও ছাপিয়ে গিয়েছে ভারত। রাজ্যে রাজ্যে লকডাউন শুরু হয়েছে আংশিক ভাবে, যা বিশেষজ্ঞদের মতে যথেষ্ট নয়। পশ্চিমবঙ্গের জনতা দিন দশেক আগেও খুবই হালকা মেজাজে ঘুরছিলেন কিন্তু এবারে তাঁরা বুঝেছে সর্বনাশটি দ্রুত রাজ্যে ঢুকে পড়েছে। কার্যত মানুষ ভীত। এরপরও প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীর জনসভা কমছে না। কোথাও যেন যুদ্ধ জয়ের নেশা চেপে ধরেছে রাজনৈতিক ব্যক্তিত্বদের। ২৯ এপ্রিলের পরে রাজ্যের হাল যে ভয়ঙ্কর হবে তা নিশ্চিত ভাবেই বলছেন বিশেষজ্ঞরা। এটাই এখন চিন্তার সাধারণ মানুষের।  

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم