করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী কমিশন, খুনের মামলা হওয়া উচিতঃ মাদ্রাজ হাইকোর্ট

এবার নির্বাচন কমিশনকে কার্যত তুলোধনা করল মাদ্রাজ হাইকোর্ট। করোনা সংক্রমিত হয়ে এত মানুষের মৃত্যুর জন্য কার্যত নির্বাচন কমিশনকেই দায়ী করে কমিশনকে ‘খুনি’ বলেও তোপ দেগেছে মাদ্রাজ হাইকোর্ট। শুধু তাই নয়, বিধিনিষেধ মানা নিয়ে সঠিক পরিকল্পনা দেখাতে না পারলে আগামী ২ মে ভোটগণনা আটকে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। দেশের বাকি চার রাজ্যের মতো তামিলনাড়ুতেও ভোটগণনা আগামী ২ মে। ভোটের দিন তামিলনাড়ুতে যেরকম বিশৃঙ্খলার চিত্র সামনে এসেছে সেরকম যেন ভোটগণনার দিন সামনে না আসে সেটা নিয়েই জনস্বার্থ মামলা হয়েছিল। সোমবারই এই মামলার শুনানি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন দুই বিচারপতি। 

 

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকের এই পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। আদালতের নির্দেশ অমান্য করে রাজনীতিকরা জনসভা করেছেন, পদযাত্রায় বেরিয়েছেন। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি। আপনাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত। বর্তমান পরিস্থিতিতে জনস্বাস্থ্যকেই গুরুত্ব দেওয়া উচিত। অথচ দুঃখের বিষয়, সাংবিধানিক প্রতিষ্ঠানকেই, এই গুরুত্বের কথা মনে করিয়ে দিতে হচ্ছে। বেঁচে থাকলে তবেই তো গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারবেন মানুষ!’ পাশাপাশি কমিশনকে তাঁর প্রশ্ন, ‘এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বেঁচে থাকা এবং নিরাপদে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি সব কিছু পরের বিষয়। যখন একের পর এক সভা হচ্ছিল, তখন কি আপনারা অন্য কোনও গ্রহে ছিলেন?’ এরপরই ভোটগণনা কেন্দ্রে কোভিডবিধি অনুযায়ী কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে তার নীলনকশা জমা দিতে বলা হয়েছে কমিশনকে।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم