নিয়ম তো ভাঙেন রাজনীতিবিদরা, টুইটে খোঁচা দেবের

 

করোনার সুরক্ষা বিধি নিয়ে এবার রাজনীতিবিদদের খোঁচা সাংসদ -অভিনেতা দেবের। সম্প্রতি তার বাংলা ছবি 'গোলন্দাজের' টিজার মুক্তি পেয়েছে। ঠিক তারপরই গোলন্দাজের গোল দেওয়ার মত রাজনীতিবিদদের উদ্দেশ্যে শেষমেষ মন্তব্য ছুড়ে দিলেন। যদিও দেবের এই মন্তব্য কে ঘিরে  রাজনৈতিক মহলে এক জল্পনা চলছে। টুইটে অভিনেতা জানালেন, 'সকলে মাস্ক পরে বাইরে বেরোন যদি না আপনি রাজনীতিবিদ হন'। একেই চলছে ভোটের মরশুম তারমধ্যে দেবের এই টুইটকে ঘিরে জোর জল্পনা। এছাড়া তার ছবির টিজার মুক্তি পাওয়ায় অনুরাগীদেরকে ধন্যবাদ জানালেন। এর পাশাপাশি বারবার বললেন,'মাস্ক পড়ুন সকলে'. বলা যায় একদিকে ভোট অন্যদিকে করোনা সবমিলিয়ে তার এই বার্তা আলাদা।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم