মদন মিত্র, বাংলার রাজনীতির জনপ্রিয় এবং একই সাথে বিতর্কিত নাম | দিলদরিয়া মানুষ চিরকাল | হাসপাতালে ভর্তির ব্যাপারে মদনকে একটা ফোন মানেই গতি পেয়ে যাওয়া | মিশেছেনও মানুষের সাথে অনেককে টেক্কা দিয়ে | রঙিন মেজাজ | গান গেয়ে ভোট প্রচার করেছেন | কিন্তু ভোটের দিনই অসুস্থ হয়ে পড়েন নিজ কেন্দ্র কামারহাটিতে, প্রবল স্বাশ কষ্ট শুরু হওয়াতে তাকে পার্টি অফিসেই অক্সিজেন দিতে হয় | পরে আরও অবস্থার অবনতি হওয়াতে তাঁকে এসএসকেএম হাসপাতালে বিশেষ ওয়ার্ডে ভর্তি করে পরীক্ষা করলে করোনা সংক্রমণ ধরা পরে | বৃস্পতিবার সকল থেকেই মদনের অবস্থার আরও অবনিত হয় | তাঁকে ভেটিলেশনে দেওয়ার পরিকল্পনা শুরু হয় | হাই সুগার এবং শ্বাস জনিত সমস্যা রয়েছে তাঁর | তাঁর সংবাদে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তাঁর প্রাক্তন সহযোগী মুকুল রায় উদ্বেগ প্রকাশ করে তাঁর সুস্থতা কামনা করেছেন |
মদন মিত্র, বাংলার রাজনীতির জনপ্রিয় এবং একই সাথে বিতর্কিত নাম | দিলদরিয়া মানুষ চিরকাল | হাসপাতালে ভর্তির ব্যাপারে মদনকে একটা ফোন মানেই গতি পেয়ে যাওয়া | মিশেছেনও মানুষের সাথে অনেককে টেক্কা দিয়ে | রঙিন মেজাজ | গান গেয়ে ভোট প্রচার করেছেন | কিন্তু ভোটের দিনই অসুস্থ হয়ে পড়েন নিজ কেন্দ্র কামারহাটিতে, প্রবল স্বাশ কষ্ট শুরু হওয়াতে তাকে পার্টি অফিসেই অক্সিজেন দিতে হয় | পরে আরও অবস্থার অবনতি হওয়াতে তাঁকে এসএসকেএম হাসপাতালে বিশেষ ওয়ার্ডে ভর্তি করে পরীক্ষা করলে করোনা সংক্রমণ ধরা পরে | বৃস্পতিবার সকল থেকেই মদনের অবস্থার আরও অবনিত হয় | তাঁকে ভেটিলেশনে দেওয়ার পরিকল্পনা শুরু হয় | হাই সুগার এবং শ্বাস জনিত সমস্যা রয়েছে তাঁর | তাঁর সংবাদে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তাঁর প্রাক্তন সহযোগী মুকুল রায় উদ্বেগ প্রকাশ করে তাঁর সুস্থতা কামনা করেছেন |
إرسال تعليق
Thank You for your important feedback