দেশে করোনা পরিস্থিতির মোকাবিলায় কড়া পদক্ষেপ । ভোট গণনাকেন্দ্রে প্রার্থীদের প্রবেশে রাশ টানল কমিশন। কোভিড রিপোর্ট দেখিয়েই ঢোকা যাবে গণনাকেন্দ্রে। পরীক্ষার রিপোর্ট নেগেটিভ বা ভ্যাকসিনের দুটো ডোজ। যে কোনও একটির প্রমাণ দেখাতে হবে প্রার্থীদের। না হলে গণনাকেন্দ্রের মধ্যে প্রার্থীদের ঢুকতে দেওয়া হবে না। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি । ২ মে এই পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা। ভোট গণনার সময় যাতে সংক্রমণ না ছড়়ায়, সে দিকে জোর দিতেই কমিশনের এই পদক্ষেপ বলে ধারণা বিশেষজ্ঞদের।
বাড়বাড়ন্ত কোভিড পরিস্থিতির জন্য কমিশনকে কাঠগড়ায় তোলে মাদ্রাজ হাইকোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে বলেন, 'কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত।' আদালত জানায়, 'কীভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করা যায় তার একটি ব্লু প্রিন্ট জমা দিতে হবে নির্বাচন কমিশনকে'। ভোট গণনা স্থগিত রাখারও ইঙ্গিত দেয় আদালত। এরপরই তৎপরতা বাড়ে নির্বাচন কমিশনের। আদালতের ভর্ৎসনার পরদিনই কমিশন জানায়, গণনা চলাকালীন, তার আগে বা পরে কোনও বিজয় মিছিল করা যাবে না। বিচারবিভাগীয় রোষে পড়েই আগাম সতর্কতা। গণনাকেন্দ্রে প্রার্থীদের প্রবেশের ক্ষেত্রে তাই নয়া নির্দেশ দিল কমিশন।
إرسال تعليق
Thank You for your important feedback