ফের করোনায় থাবায় বাংলার টেলিপাড়া। এবার কোভিডে আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেত্রী অনসূয়া মজুমদার। সূত্রের খবর,‘দেশের মাটি’ ধারাবাহিকের ‘ঠাম্মি’র প্রথমে জ্বর আসে। তড়িঘড়ি কোভিড পরীক্ষা করান অনসূয়া মজুমদার। পরীক্ষার রিপোর্টে সংক্রমণ ধরা পড়ে।
তবে যোগাযোগ করা যায় নি প্রবীণ এই অভিনেত্রীকে। জানা গিয়েছে, বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে মানছেন সমস্ত স্বাস্থ্যবিধিও। অভিনেত্রীর সংস্পর্শে আসা সব মানুষকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। অনসূয়ার মজুমদারের পাশাপাশি করোনায় আক্রান্ত আরও এক টেলি অভিনেতা দেবোত্তম মজুমদারও। আগেই কোভিডে আক্রান্ত হয়েছেন দিতিপ্রিয়া রায়। সপরিবারে করোনা আক্রান্ত টেলিপাড়ার রানিমা। এমনটাই খবর পাওয়া গিয়েছে সূত্রে।
إرسال تعليق
Thank You for your important feedback