শেষ পর্যন্ত পিছিয়ে গেল ICSC এবং ISC পরীক্ষাও। সিবিএসই বোর্ডের মতো এই দুই কেন্দ্রীয় বোর্ডও ঘোষণা করল আপাতত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত থাকবে। করোনা পরিস্থিতির বাড়াবাড়ির জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়ে দিয়েছে ICSC এবং ISC বোর্ড। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জুন মাসের প্রথম সপ্তাহেই। বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান কোভিড পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জুন মাসের প্রথম সপ্তাহে’।
প্রসঙ্গত, গত বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় বোর্ডগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া যায় কিনা আলোচনা করতে। এরপরই সিবিএসই বোর্ড জানিয়ে দিয়েছিল তাঁদের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হল এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত করা হল। এবার একই পথে হেঁটে ICSC এবং ISC বোর্ডও তাঁদের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল শুক্রবার।
إرسال تعليق
Thank You for your important feedback