পাঁচ বছর আগে তিনি শেষবার জাতীয় দলে খেলেছিলেন, এখন বয়স ৩৮ বছর। সেই অমিত মিশ্র কার্যত একা হাতেই ধস নামলেন তারকাখচিত মুম্বইয়ের ব্যাটিং লাইনআপে। ফলে মঙ্গলবার চেন্নাইয়ের চিপকে মুম্বই ইন্ডিয়ান্স ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রানের বেশি তুলতেই পারল না। একমাত্র বলার মতো রান পেলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৩০ বলে ৪৪ রান না করলে মুম্বই হয়তো ১০০ রানের গন্ডি পার হতে পারতো না। সূর্য্কুমার যাদব ও ঈশান কিষান যথাক্রমে করলেন ২৪ ও ২৬ রান। দিল্লির লেগ স্পিনার অমিত মিশ্র ২৪ রান দিয়ে পেলেন মূল্যবান ৪ উইকেট। তাও আবার রোহিত, ঈশান, হার্দিক ও পোলার্ড৷
সহজ টার্গেট তাড়া করতে নেমে যদিও প্রথমেই উইকেট হারায় দিল্লি ক্যাপিটাল। পৃথ্বী শ আউট হন মাত্র ৭ রান করে। এরপরই অবশ্য দিল্লির হাল ধরলেন শিখর ধাওয়ান (৪৫) এবং স্টিভ স্মিথ (৩৩)। দিল্লির অধিনায়ক রিশোভ পন্থ অবশ্য ৭ রান করেই আউট হলেন। তবুও সমস্যায় পড়তে হল না দিল্লি ক্যাপিটালকে। পাঁচ বল বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় ললিত যাদব (২২) ও শিমরন হেটমায়ার (১৪) অপরাজিত থেকে।ছবিঃ টুইটার
إرسال تعليق
Thank You for your important feedback