এবারেও বামের ভোট রামে ?

তৃতীয় দফার নির্বাচনের পর এমনই ধারণা বিশেষজ্ঞ মহলে যে ২০১৯ লোকসভার মতো এবারেও সিপিএম তথা বাম ভোট বিজেপিতে পড়ছে | কেন এমন ধারণা হলো তার কিছু যুক্তি দেওয়া যাক | প্রথমত ২০১১ তে বিজেপির এই রাজ্যে ভোট ছিল ৪/৫ %| ২০১৪ এ মোদি হওয়াতে সেই ভোট বেড়ে দাঁড়ালো ১৭ %, এই অতিরিক্ত ভোটার কারা ? ২০১৬ তে ফের বিজেপির ভোট কমে দাঁড়ায় ১১% | এই কমের কারণ কি ? উত্তর- বিজেপি ১৪ তে অতিরিক্ত ১২ শতাংশ ভোট পায় তা নির্দ্বিধায় বামেদের এবং ১৬র বিধানসভায় ফের বামে ফিরে আসে ৬% | ২০১৯ এ বিজেপির ভোট বেড়ে দাঁড়ায় প্রায় ৪০ শতাংশ অর্থাৎ বামেদের অন্তত ২৫-২৭ % ভোট বিজেপিতে যায় |

এবারে তরুণদের প্রার্থী করে বামেরা | আশা ছিল ওই ২৫% এর ১০% ফিরে আসবে কিন্তু প্রচারে সেরকম নমুনা পাওয়া গেলো না | পাশাপাশি আদি বিজেপির ভোট ছিল মাত্র ১১ শতাংশ কিন্তু আজ বেড়েছে এবং বেড়েছে বলেই তৃণমূলের মতো নব্য বিজেপি সংঘৰ্ষ করতে পারছে, মার্ কে বদলা মার্ দিচ্ছে কোথাও কোথাও অবশ্য এর মধ্যে তৃণমূল থেকে আগত নব্য বিজেপিও আছে | এই শক্তি যে সিপিএম ক্যাডার বাহিনী তা আর বলার অপেক্ষা রাখে না | ফলে বলা যেতে পারে "রামে অবস্থান করছে বাম" ২০১৯ এর মতোই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم