প্রথমে ব্যাট করে ধোনির সিএসকে ২২০ রানের বিশাল টার্গেট ঝুলিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্সের সামনে। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত লড়লেন আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স। তবুও মাত্র ১৮ রান আগেই থেমে গেল কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। লড়েও হারল কেকেআর। এদিন অইন মর্গ্যান টসে জিতে ব্যাট করতে পাঠায় চেন্নাইকে। ফাফ দু প্লেসিস (Faf du Plessis) অসাধারণ ইনিংস খেললেন। অপরদিকে নজরকাড়া ব্যাটিং করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৪২ বলে ঝোড়ো ৬৪ রানের ইনিংস খেললেন গায়কোয়াড। আর ফাফ অপরাজিত থাকলেন ৯৫ রানে৷ মাত্র পাঁচ রানের জন্য পেলেন না সেঞ্চুরি। ৮ বলে ১৭ রানের ছোট্ট ইনিংস খেললেন মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত চেন্নাইয়ের স্কোরবোর্ডে ২২০ রান জ্বলজ্বল করল।
জবাবে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ল কলকাতার ইনিংস। প্রথম পাঁচ উইকেট চলে যায় মাত্র ৩৫ রানে৷ দীপক চাহার একাই কলকাতার শিরদাঁড়া ভেঙে গুঁড়িয়ে দিলেন৷ তুলে নেন চার উইকেট৷ শেষের দিকে দীনেশ কার্তিক (৪০), আন্দ্র রাসেল (৫৪) মরিয়া একটা চেষ্টা করলেন। আট নম্বরে ব্যাট করতে নেমে প্যাট কামিন্স ঝড়ো ইনিংস খেললেন। ৩৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন কামিন্স৷ ৪টি চার ও ৬টি ছয় মারেন তিনি৷ তবে চেন্নাইয়ের বিশাল টার্গেটের সামনে এটা যথেষ্ট ছিল না। কেকেআর হারল ১৮ রানে। ম্যান অফ দি ম্যাচ ফাফ দু প্লেসিস।
إرسال تعليق
Thank You for your important feedback