ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। কিছুতেই লাগাম পরানো যাচ্ছে না এই মারণ ভাইরাসের সংক্রমণে। করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে নতুন ৫৫টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে মঙ্গলবার এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। এরফলে ১৫ মে-র মধ্যে দিনে সাড়ে ১৫ হাজার রোগীকে ২৪ ঘণ্টা ধরে অক্সিজেন দেওয়া সম্ভব হবে বলে দাবি রাজ্যের। বর্তমান ব্যবস্থায় রাজ্যের মোট সাড়ে ১২ হাজার করোনা রোগীকে ২৪ ঘণ্টা ধরে অক্সিজেন দেওয়া যায়। নবান্ন সূত্রে আরও জানা গেছে, এই মুহূর্তে রাজ্যের ১০৫টি কোভিড হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা চালু করা গেছে। ১৫ মে-র মধ্যে এরসঙ্গে আরও ৪১টি সরকারি হাসপাতাল যুক্ত হবে। যার ফলে উপকৃত হবেন আরও ৩ হাজার করোনা রোগী। তরল মেডিক্যাল অক্সিজেনের সরবরাহ বাড়াতে রাজ্যের তরফে PSA প্ল্যান্ট বসানোর অনুরোধ করা হয়েছে বেসরকারি হাসপাতালগুলিকেও।
মঙ্গলবার জারি হওয়া ওই বিবৃতিতে বলা হয়েছে, এবার থেকে রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল ও মহকুমা হাসপাতাল অর্থ দফতরের নির্দেশ মেনে অক্সিজেন সরবরাহ করতে পারবেন এবং তাদেরকে দেওয়া হয়েছে পাইপলাইন সম্প্রসারণের অনুমতিও। তবে আপাতত জরুরি ভিত্তিতে রাজ্যের কয়েকটি বড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরল অক্সিজেন ট্যাঙ্ক বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
إرسال تعليق
Thank You for your important feedback