গোটা দেশেই দ্বিতীয় দফার করোনা পরিস্থিতি জটিল। ফলে রিলিজ আটকে গিয়েছে বহু সিনেমার। এবার সেই তালিকায় যোগ হল জয়ললিতার বায়োপিক হিসেবে তৈরি ‘থালাইভি’ ছবির মুক্তি। কথা ছিল চলতি মাসে ২৩ এপ্রিল এই ছবি মুক্তি পাবে। ছবির মূল চরিত্রে কঙ্গনা রানাউত। কিন্তু দেশে যেভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে সেই কথা মাথায় রেখে নির্মাতাদের তরফে বিবৃতিতে জানানো হল আপাতত রিলিজ করছে না থালাইভি। পরিস্থিতি জটিল তাই এই ছবির মুক্তির ব্যাপারে এখনই বলা যাবেনা। তবে করোনাবিধি মেনে এই ছবি মুক্তি পাবে। এই মুহূর্তে ছবি মুক্তির সিদ্ধান্ত স্থগিত রাখা হল। গোটা দেশেই দ্বিতীয় দফার করোনা পরিস্থিতি জটিল। ফলে রিলিজ আটকে গিয়েছে বহু সিনেমার। এবার সেই তালিকায় যোগ হল জয়ললিতার বায়োপিক হিসেবে তৈরি ‘থালাইভি’ ছবির মুক্তি। কথা ছিল চলতি মাসে ২৩ এপ্রিল এই ছবি মুক্তি পাবে। ছবির মূল চরিত্রে কঙ্গনা রানাউত। কিন্তু দেশে যেভাবে করোনা সংক্রমণের হার বাড়ছে সেই কথা মাথায় রেখে নির্মাতাদের তরফে বিবৃতিতে জানানো হল আপাতত রিলিজ করছে না থালাইভি। পরিস্থিতি জটিল তাই এই ছবির মুক্তির ব্যাপারে এখনই বলা যাবেনা। তবে করোনাবিধি মেনে এই ছবি মুক্তি পাবে। এই মুহূর্তে ছবি মুক্তির সিদ্ধান্ত স্থগিত রাখা হল।
Theater business can only be revived if theatres open 🙏@thearvindswami #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #HiteshThakkar @urstirumalreddy #RajatArora #BhushanKumar @KarmaMediaent @TSeries @vibri_media @ZeeStudios_ #SprintFilms #GothicEntertainment pic.twitter.com/HZnkgFo3Au
— Kangana Ranaut (@KanganaTeam) April 9, 2021
إرسال تعليق
Thank You for your important feedback