করোনা-যুদ্ধে ১ কোটি টাকা দিলেন মাস্টারব্লাস্টার


তাঁর ব্যাট থেকে আসা বড় রানের উপর ভর করে দেশ-বিদেশে বহু ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এবার করোনা-যুদ্ধেও দেশের পাশে দাঁড়ালেন সচিন। মিশন অক্সিজেন তহবিলে দান করলেন ১ কোটি টাকা। কোভিডের দ্বিতীয় ধাক্কায় রোজই আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিচুদিন আগে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি প্লাজমা দেবেন বলেও জানিয়েছিলেন। 


টুইট করে মাস্টারব্লাস্টার জানিয়েছেন, ‘প্রচুর মানুষ করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন। ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। এসময় প্রচুর অক্সিজেন প্রয়োজন। এটা দেখে খুব ভাল লাগছে যে, এই খারাপ সময়ে অনেকেই সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। আড়াইশোর বেশি যুবক-যুবতী যোগ দিয়েছেন মিশন অক্সিজেনে। হাসপাতালে হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য অর্থ সংগ্রহ করছেন। আমি ওদের সাহায্য করলাম। আমার আশা, বিভিন্ন হাসপাতালে দ্রুত এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে’। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم