দিলীপ বচন


 কিছু রাজনৈতিক নেতা আছে যাঁদের ভাষণ সব সময়ে মানুষের কাছে মজাদার | ছিলেন লালু আজকের বাংলায় অনুব্রত মন্ডল কিংবা দিলীপ ঘোষ | আজ চিরায়িত ভঙ্গিতে কোচবিহারে দিলীপ তাঁর ভাষণে যেমন মজা ছিল আবার বিতর্কের মন্তব্য ছিল | তাঁর আক্রমণের মূল লক্ষ্য  ছিল আজ রাজ্য পুলিশ | ভাষণে তুলোধোনা করলেন, বললেন এদের ২ মে র পর দেখে নেওয়া যাবে | বললেন এদের রক্তে তাবেদারী ঢুকে গিয়েছে | আসলে কোনও বিজেপি নেতাই পুলিশের ভূমিকায় খুশি নয় | আজ বেহালা পশ্চিমেও কলকাতা পুলিশের চরম সমালোচনা করলেন প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাঁদের মিঠুনকে নিয়ে রোড শো করতে দেওয়া হয় নি বলে |

অবশ্য দিলীপ ঘোষ ভাষণে জানালেন সংখ্যালঘুরা জেলে কাটাই কারণ তাঁদের রক্ষনাবেক্ষন করা হয় না | তিনি মজা করে বললেন যে, দিদির সাদা শাড়ি আর থাকবে না আসবে মোদির সাদা দাড়ি |              

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم