টলিউডে ফের করোনার থাবা। মঙ্গলবার টলিউড অভিনেতা জিৎ করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন তার সোশ্যাল হ্যান্ডেলে। এরপর ফের আরও এক অভিনেত্রী করোনার কবলে। এবার শুভশ্রী গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত হন। সে কথা তিনি নিজেই ইনস্টাগ্রামে জানালেন। 'আমি করোনায় আক্রান্ত। হোম আইসোলেশনে আছি.আমার ছোট্ট সন্তান যুবান সুস্থ ও নিরাপদেই আছে. কেয়ারটেকারের কাছে রাখা রয়েছে। যদিও আমার স্বামী রাজ চক্রবর্তী নির্বাচনের জন্য ব্যারাকপুরে রয়েছেন। তিনি ও সুস্থ আছেন। আমিও সুস্থ আছি'। যদিও তার স্বামী রাজ চক্রবর্তীর বেশকিছুদিন আগেই করোনা পজিটিভ দেখা দেয়। এরপর তিনি সুস্থ হয়ে যান। অন্যদিকে তিনি এবার নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনীত। সামনেই ব্যারাকপুরে নির্বাচন। নির্বাচনের ব্যস্ততায় তিনি ব্যারাকপুরে আছেন। এদিকে তার স্ত্রী শুভশ্রী এবার করোনায় আক্রান্ত হলেন।
— subhashree ganguly (@subhashreesotwe) April 20, 2021
إرسال تعليق
Thank You for your important feedback