গেরুয়া শিবিরে নাম লিখিয়েই ঝড় তোলেন নির্বাচনী প্রচারে । এবার প্রয়োগ করলেন গণতান্ত্রিক অধিকার। বৃহস্পতিবার সাত সকালেই কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন মহাগুরু। বোনের বাড়ি হওয়ার সুবাদে এই বিধানসভা কেন্দ্রে ভোটার হন মিঠুন। ভোট দিয়ে বেজায় খুশি ডিস্কো ডান্সার। তিনি জানান, 'এটাই আমাদের গণতন্ত্র। এত সুন্দর, শান্তিপূর্ণ ভোট আগে দেখিনি।'
একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির তারকা মুখ মিঠুন চক্রবর্তী। প্রচারে মহাগুরুকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কয়েকদিন আগেই তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর রটে যায়। স্বয়ং মিঠুনই এই রটনা উড়িয়ে দিয়ে জানান, করোনায় আক্রান্ত হননি। কিছুদিন আগে ভোটপ্রচারে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। রোড শো না করেই কলকাতায় ফিরে আসেন মিঠুন।
প্রধানমন্ত্রীর ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা তুলে নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তারপরই শুরু হয় জল্পনা, বঙ্গ বিজেপির মুখ হতে পারেন এই মহাতারকা। এই আবহেই বোনের বাড়ির ঠিকানায় ভোটার তালিকায় নাম তোলেন মিঠুন। ফলে জল্পনা বেড়ে যায়। তবে এই মহাতরকা বিজেপি প্রার্থী না হওয়ায়, জল্পনার অবসান হয়।
إرسال تعليق
Thank You for your important feedback