ছয় দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে বঙ্গে। এখনও বাকি দুই দফা। তবে তার আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাৎপর্যপূর্ণ টুইট করলেন। বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট মিটতেই তিনি রাতে টুইট করে বললেন, 'BJP Win, TMC Lost, খেলা শেষ'। সেইসঙ্গে ফুটবল ম্যাচের স্কোরবোর্ডের মতো একটি গ্রাফিক্সে নির্ধারিত ৯০ মিনিটেরও উল্লেখ রয়েছে। দিলীপ ঘোষের এহেন টুইট নিয়ে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এটা মাইন্ড গেম। করোনা পরিস্থিতির ধাক্কায় রোড শো, মিছিল বন্ধ, জনসভাতেও বিধিনিষেধ। ৫০০ জনের বেশি নিয়ে সভা করা যাবে না। তৃণমূল নেত্রী পরপর কর্মসূচি বাতিল করছেন। বিজেপির রাজ্য সভাপতি কী এটাকেই খেলা শেষ বলতে চাইলেন? রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এটা মাইন্ড গেম।
— Dilip Ghosh (@DilipGhoshBJP) April 22, 2021
এখনও দুই দফা ভোট বাকি, পুরো কলকাতায় ভোট হবে এই শেষ দুই দফায়। এরমধ্যেই খেলা শেষ বলে প্রতিপক্ষ শিবিরে উল্টে চাপ বাড়ানোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। তবে একাংশ মনে করছেন, বিজেপি বঙ্গ দখলে প্রবল আত্মবিশ্বাসী, তারই প্রতিফলন দিলীপ ঘোষের টুইটে। প্রসঙ্গত, পাঁচ দফা ভোটের পরই বিজেপির সর্বভারতীয় নেতারা বারবার দাবি করেছিলেন এই পাঁচ দফায় বিজেপি একশোর বেশি আসন পেয়ে গিয়েছে। ষষ্ঠ দফার পর ম্যাজিক ফিগার পার হয়ে গিয়েছে বলেই হয়তো দাবি করতে চাইলেন দিলীপ ঘোষ।
ছবিঃ দিলীপ ঘোষের টুইটার থেকে
إرسال تعليق
Thank You for your important feedback