গরু পাচারকাণ্ডে এবার চাঞ্চল্যকর মোড়। গরু পাচারে এবার নাম জড়াল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। তাঁকে সিবিআই তলব করেছে, মঙ্গলবার অর্থাৎ আগামীকালই তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর, তদন্তে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে। এরফলেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল। রবিবারই তাঁর কাছে নোটিশ পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, অনুব্রতর বেশ কয়েকজন সহযোগীদেরও তলব করেছে সিবিআই। সিবিআইয়ের দাবি, তাঁদের হাতে তথ্যপ্রমাণ রয়েছে। সোমবার এই বিষয়ে মুখ খোলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কাল কেষ্টর বাডিতে নোটিশ গিয়েছে। কেন ২৭ তারিখ সিবিআই অফিসে যাবেন? কোভিড নিয়ে একটা দলের জেলা সভাপতির বাড়িতে চলে যাচ্ছে। আমি কেষ্টকে বলেছি, একদম যাবি না। নির্বাচনের কাজে বাধা দিতে এজেন্সিকে দিয়ে এসব করাচ্ছে’। উল্লেখ্য, বৃহস্পতিবার শেষ দফায় নির্বাচন রয়েছে বীরভূমের সব আসনে। তার আগে তৃণমূলের জেলা সভাপতিকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। মঙ্গলবার নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এখন দেখার অনুব্রত মণ্ডল সিবিআই দফতরে হাজিরা দিতে যান কিনা।
إرسال تعليق
Thank You for your important feedback